এশিয়া কাপ ২০২২ সময়সূচী | যেভাবে দেখবেন এশিয়া কাপ ২০২২ এর খেলা

এশিয়া কাপ ২০২২ সময়সূচী | যেভাবে দেখবেন এশিয়া কাপ ২০২২ এর খেলা – ২০২২ সাল অর্থাৎ এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের ১৫ তম আসর। ১৫ তম আসর হিসেবে আয়োজক দেশ ছিলো শ্রীলংকা। কিন্তু শ্রীলঙ্কার পরিস্থিতি খারাপ হবার কারনে এবছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে দুবাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এ বছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি অনুসারে।

আগে এটি ওয়ানডে অর্থাৎ ৫০ ওভারে অনুষ্ঠিত হলেও সামনে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবার কথা থাকায় এ বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরমেট অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মাঝে সকল দেশ তাদের চূড়ান্ত একাদশ চূড়ান্ত ঘোষণা করেছে। তো আজকে আমরা আপনাদের দেখাবো এশিয়া কাপ এর সময়সূচি, কোন চ্যানেলে বা কিভাবে আপনার খেলা দেখতে পাবেন সেইসব বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব।

এশিয়া কাপ ২০২২

এবারে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে দুবাই। এটি টি-টোয়েন্টি  মানে ২০ ওভরে অনুষ্ঠিত হবে। মোট অংশগ্রহণকারী দল হবে ছয়টি। এর মাঝে সকল দলগুলো তাদের ঘোষণা করেছে। বলতে গেলে প্রায় সকল দলেরাই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা শেষ এখন শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান এ দলগুলো নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার এশিয়া কাপ।বাংলাদেশ সময়সূচি অনুযায়ী প্রতিদিন রাত ৮ টায় খেলা শুরু হবে। আরব আমিরাত স্টেডিয়াম ও দুবাই স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে প্রতিটি ম্যাচ। স্টেডিয়ামগুলো হচ্ছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম,এমাঠে খেলা হবে এবার।

 

image

এশিয়া কাপ ২০২২ এর বাছাই পর্বের ম্যাচ

ম্যাচ বার তারিখ দল ভেন্যু সময় :

০১।শনিবার ২০ আগস্ট সিঙ্গাপুর বনাম হংকং আল আমিরাত রাত ৮ টা।

০২।রবিবার ২১ আগস্ট আরব আমিরাত বনাম কুয়েত আল আমিরাত ।রাত ৮ টা।

০৩।সোমবার ২২ আগস্ট আরব আমিরাত বনাম সিঙ্গাপুর আল আমিরাত রাত ৮ টা।

০৪। মঙ্গলবার ২৩ আগস্ট কুয়েত বনাম হংকং আল আমিরাত রাত ৮ টা।

০৫।বুধবার ২৪ আগস্ট কুয়েত বনাম সিঙ্গাপুর আল আমিরাত বিকাল ৫ টা।

০৬।বুধবার ২৪ আগস্ট হংকং বনাম আরব আমিরাত আল আমিরাত রাত ৯ টা

এই দল গুলো হতে মাত্র একটি দল মূল দলে সুযোগ পাবে। বাকি দল গুলো বাদ পড়বে। যে দল চ্যাম্পিয়ন হবে সে দল নিয়ে বাকি যে পাচ দল রয়েছে তাদের সাথে মূল দলে খেলবে। সেখান হতে যে বিজয়ী সে হবে এবারের ২০২২ এর চ্যম্পিয়ন এশিয়া কাপের।

এশিয়া কাপের গ্রুপ বিন্যাস

গ্রুপ এঃ-

  • ভারত বনাম পাকিস্তান: ২৮ আগস্ট, দুবাই
  • ভারত বনাম কোয়ালিফায়ার: ৩১ আগস্ট, দুবাই।
  • পাকিস্তান বনাম কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর, শারজাহ।

গ্রুপ বি :-

  • শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ আগস্ট, দুবাই
  • বাংলাদেশ বনাম আফগানিস্তান, ৩০ আগস্ট, শারজাহ
  • শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ১ সেপ্টেম্বর, দুবাই

সুপার 4:

  • B1 vs B2: 3 সেপ্টেম্বর, শারজাহ
  • A1 vs A2: 4 সেপ্টেম্বর, দুবাই
  • A1 vs B1: 6 সেপ্টেম্বর, দুবাই
  • A2 vs B2: 7 সেপ্টেম্বর, দুবাই
  • A1 vs B2: 8 সেপ্টেম্বর, দুবাই
  • B1 vs A2: 9 সেপ্টেম্বর, দুবাই

ফাইনাল: ১১ সেপ্টেম্বর, দুবাই

এই ফিকচার ফলো করে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ ক্রিকেট।

এশিয়া কাপ ২০২২ সময়সূচি

ম্যাচ

দিন

তারিখ

দল

গ্রুপ

ভেনু

সময়

শনিবার

২৭ অগাস্ট, ২০২২

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান

বি

দুবাই

রাত ৮ টা

রবিবার

২৮ অগাস্ট

ভারত বনাম পাকিস্তান

দুবাই

রাত ৮ টা

মঙ্গলবার

৩০ অগাস্ট

বাংলাদেশ বনাম আফগানিস্তান

বি

শারজাহ

রাত ৮ টা

বুধবার

৩১ অগাস্ট

ভারত বনাম কোয়ালিফায়ার

দুবাই

রাত ৮ টা

বৃহস্পতিবার

১ সেপ্টেম্বর

বাংলাদেশ বনাম শ্রীলংকা

বি

দুবাই

রাত ৮ টা

শুক্রবার

২ সেপ্টেম্বর

কোয়ালিফায়ার বনাম পাকিস্তান

শারজাহ

রাত ৮ টা

শনিবার

৩ সেপ্টেম্বর

  বি১ বনাম বি২

সুপার ৪

শারজাহ

রাত ৮ টা

রবিবার

৪ সেপ্টেম্বর

এ১ বনাম এ২

সুপার ৪

দুবাই

রাত ৮ টা

মঙ্গলবার

৬ সেপ্টেম্বর

এ১ বনাম বি২

সুপার ৪

দুবাই

রাত ৮ টা

১০

বুধাবার

৭ সেপ্টেম্বর

এ২ বনাম বি২

সুপার ৪

দুবাই

রাত ৮ টা

১১

বৃহস্পতিবার

৮ সেপ্টেম্বর

এ১ বনাম বি২

সুপার ৪

দুবাই

রাত ৮ টা

১২

শুক্রবার

৯ সেপ্টেম্বর

বি১ বনাম এ২

সুপার ৪

দুবাই

রাত ৮ টা

১৩

রবিবার

১১ সেপ্টেম্বর

ফাইনাল

দুবাই

রাত ৮ টা

১৭ সদস্যের বাংলাদেশে

*সাকিব আল হাসান (অধিনায়ক )
*এনামুল হক বিজয়।
*মুশফিকুর রহিম।
*মাহমুদউল্লাহ রিয়াদ।
*আফিফ হোসাইন।
* মোসাদ্দেক হোসাইন।
*শেখ মাহাদী।
*সাইফ উদ্দিন।
*হাসান মাহমুদ।
*মোস্তাফিজুর রহমান।
* নাসুম আহমেদ।
*সাব্বির রহমান।
*মেহেদী মিরাজ।
*এবাদত হোসেন।
*পারভেজ ইমন।
*নুরুল হাসান সোহান।
*তাসকিন আহমেদ

এশিয়া কাপ 2022 ভারত 

*রোহিত শর্মা
*দীপক হুদা
*বিরাট কোহলি
* ইশান কিষাণ
* শ্রেয়াস আইয়ার
*ঋষভ পন্ত
*হার্দিক পান্ডিয়া
*সূর্যকুমার যাদব
* দীনেশ কার্তিক
*মহম্মদ শামি
*যুজবেন্দ্র চাহাল
*কুলদীপ যাদব
* ভুবনেশ্বর কুমার
* হর্ষল প্যাটেল
* জাসপ্রিত বুমরাহ ।

এশিয়া কাপ 2022 পাকিস্তান

*বাবর আজম
*শাদাব খান
*মোহাম্মদ রিজওয়ান
*আসিফ আলী
*ফখর জামান
*হায়দার আলী
*হারিস রউফ
*ইফতেখার আহমেদ
*খুশদিল শাহ
* মোহাম্মদ নওয়াজ
* মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
* শাহীন শাহ আফ্রিদি শাহনেওয়াজ দাহানি
*উসমান কাদির
* হাসান আলী ।

এশিয়া কাপ 2022 শ্রীলঙ্কা 

*দাসুন শানাকা
*পথুম নিসাঙ্কা
*দানুশকা গুনাথিলাকা
*কুসল মেন্ডিস
* চারিথ আসালাঙ্কা
*ভানুকা রাজাপাকসে
* নুওয়ানিদু ফার্নান্দো
*লাহিরু মাদুশঙ্কা
*ওয়ানিন্দু হাসরাঙ্গা
*চমিকা করুনারত্নে
*দুষ্মন্ত চামেরা
* কাসুন রাজিথা
*নুয়ান থুশারা
*মাথিশা পাথিরানা
*মহেশ থেকশান ।

এশিয়া কাপ ২০২২ যেভাবে খেলা দেখবেন

আমরা এতক্ষন যেগুলো নিয়ে আলোচনা করলাম সেখান হতে এশিয়া কাপ ২০২২ এর সময়সূচী থেকে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া কাপ খেলাগুলো কখন এবং কবে অনুষ্ঠিত হবে।বাংলাদেশের মোট সাতটি টিভি চ্যানেল টিভি  সম্প্রচার করবে। প্রতিটি ম্যাচের। চ্যানেলগুলো হচ্ছে :
১.গাজী টিভি বা জি টিভি স্টার
২.স্টার স্পোর্টস
৩. স্পোর্টস ক্রিকেট,
৪. বিটিভি
৫ সনি স্পোর্টস
৬.পিটিভি চ্যানেলগুলো সরাসরি এশিয়া কাপের খেলার সরাসরি সম্প্রচার করবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *